মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৪:২৮

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনীর ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনীর ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশি

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান হিসেবে পুলিশের উচ্চ পদে আসীন হচ্ছেন খন্দকার আবদুল্লাহ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট’ (এনওয়াইপিডি) এর ক্যাপ্টেন পদে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

৩৩ বছর বয়সী খন্দকার আবদুল্লাহ যে পদে যোগ দিচ্ছেন তার ওপরেই নিউইয়র্ক পুলিশ কমিশনারের পদ। কমিশনার পদটিতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়। রাজনৈতিক সুদৃষ্টি পেলে তিনিই হতে পারেন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি-আমেরিকান পুলিশ কমিশনার।

খন্দকার আবদুল্লাহ ১৯৯৩ সালে মা-বাবার সঙ্গে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তিনি বেড়ে ওঠেন। ওই এলাকাটি বাংলাদেশিবহুল।

আবদুল্লাহ ২০০৫ সালে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন। ২০০৭ সালে তিনি পুলিশ অফিসার হিসেবে শপথ নেন। 

খন্দকার আবদুল্লাহ গণমাধ্যমকে বললেন, যে নগরী আমাকে, আমার মতো অভিবাসীদের অনেক দিয়েছে, সে নগরীর নিরাপত্তার শপথ নেওয়ার দিনটি ছিল বড় আবেগের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে