বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৪:২০

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা রাষ্ট্রপতি আব্দুল হামিদের অধীনে কোনো নিরপেক্ষ কমিশন গঠন হতে পারে না।  ২০১৪ সালের চেয়ে নিকৃষ্ট নির্বাচন করার জন্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের নামে মুলা ঝুলিয়েছে।  সার্চ কমিটি গঠনের জন্য সব রাজনৈতিক দল থেকে ৫ জন প্রতিনিধি নিয়ে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করতে হবে।  শেখ হাসিনা তখনই নির্বাচন দেবেন, যখন তাকে বাধ্য করা যাবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে