রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ১১:১৪:৫৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগ সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রতিধ্বনি করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিএনপির সঙ্গে সংলাপ করার জন্যও আওয়ামী লীগের প্রতি দাবি জানান তিনি।

বিএনপির সঙ্গে কোনও সংলাপ নয় আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যর সমালোচনা করে রিজভী বলেন, আমরা সব সময় সংলাপ করতে চাই। তারা (আওয়ামী লীগ) এরশাদের সাথে সংলাপ করে, আইয়ুব খানের সঙ্গে গোল টেবিলে সংলাপ করতে পারে বিএনপির সঙ্গে সংলাপ করতে সমস্যা কোথায়?

রিজভী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনও আলোচনা নয়, সবকিছুই এখন যেভাবে আছে সেভাবে হবে।’ এতে বিএনপি আশঙ্কা করছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেও আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসাবে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে জনগণের যে দাবি সেই দাবির প্রতিধ্বনি করছেন না। বরং তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতোই নির্বাচন করতে চায়।

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথার প্রতি উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী গালভরা উন্নয়নের বক্তব্য দিয়ে গেছেন। গুম, খুনের ওপর দাঁড়িয়ে উন্নয়নের মহাসড়ক তৈরি করেছেন। তিনি এই উন্নয়নের মহাসড়ক তৈরি করেছেন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যতন, গুম, খুন করে।

১৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে