শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ১০:৪৫:২২

প্রতিউত্তর

প্রতিউত্তর

ইসলামি সন্ত্রাসবাদ ধ্বংস তো করতেই পারবেন না বরং তা আরও বাড়িয়ে দেবেন ট্রাম্প বলে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

শনিবার একের পর এক টুইট করে তিনি আক্রমণ করেন ট্রাম্পকে৷ ট্রাম্পও তার পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ করেন লেখিকা৷

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবী থেকে ইসলামি সন্ত্রাসবাদ মুছে দেব। ডেনাল্ডের ওই ঘোষণার পরই সবর হয়েছেন তসলিমা নাসরিন। টুইট করে লেখেন, ‘ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদ নির্মূল করতে পারবেন না। বরং তা আরও বাড়িয়ে দেবেন। উনি সেই পুরনো আমলের একজন ক্রুসেডারে মতো।’

আরেক টুইটে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’

আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি৷ পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না৷ ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ মুখের বুলি নয়, তিনি কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প৷

২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে