সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১১:৩৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

শেষ দিনে উইকেট বিবেচনায় ব্যাটিংয়ের জন্য তা বেশ ভালো ছিল, স্রেফ ‘বেসিক’ মেনে খেললেই টিকে থাকতে পারত বাংলাদেশ। সংবাদ সম্মেলনে স্বয়ং বিরাট কোহলি বলে যাওয়া কথার একটু পর মুশফিকুর রহিম সেই কথা শুনে বললেন, “আমাদের দলে তো কোনো বিরাট কোহলি নেই!”

ভারতীয় অধিনায়কের মন্তব্য শুনে বাংলাদেশ অধিনায়ক বলেন, “বিরাট কোহলির মতো যদি বেসিক সবার হতো তাহলে আমাদের ৫০ গড়ের ব্যাটসম্যান থাকত। এতজন ব্যাটসম্যান লাগতো না, ৭ উইকেটও লাগত না। চার জন ব্যাটসম্যান নিয়েই ম্যাচ ড্র করা যেত। দুর্ভাগ্যবশত আমাদের দলে কোন বিরাট কোহলি নেই।”

মুশফিক বলেন, সাকিব কিন্তু বাজে শট খেলেনি, তারপরও আউট হয়ে গেছে। এখানে সবাই বেসিক ক্রিকেটই খেলার চেষ্টা করেছে। রিয়াদ ভাই যেভাবে আউট হয়েছে, সেটাতে তার দোষ দেওয়া যায় না। সাব্বির লাইন মিস করেছে। যেটা হয়নি, আমার মনে হয় এই কন্ডিশনে আমার আরও কতক্ষণ খেলার সুযোগ তৈরি করতে পারতাম। সেটা আমরা পারিনি। এই জায়গাতেই একটু কাজ করা দরকার।

বেসিক নিয়ে ভারতীয় অধিনায়কের মন্তব্যে হয়ত খুব বেশি খুশি নন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, সামনে এমন সুযোগ থাকলে আমি চেষ্টা করবো আমার বেসিকটা যেন আরও শক্ত থাকে। যেন বেসিক দিয়ে টেস্ট ড্র করতে পারি!
১৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে