বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৮:৪৯:২৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

তৃণমূলের সাংগঠনিক ভিত শক্ত করতে এরই মধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল জেলা ও উপজেলা পর্যায়ের মতভেদ দূর করে দলীয় শৃঙ্খলা ঠিক রেখে নির্বাচনের প্রস্তুতের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে শর্তারোপ শুরু করেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন সরকার শুধুমাত্র তাদের রুটিন কাজ করবে। এর বাইরে প্রশাসন, সেনাবাহিনী সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের হাতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তাছাড়া বিএনপি নির্বাচনকালীন যে সরকারের দাবী করেছে তার অস্তিত্ব সংবিধানে নেই। আওয়ামী লীগ আশা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যা দেশে-বিদেশে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়তা করবে।”

সম্প্রতি অকাল বন্যায় আক্রান্ত হাওর অঞ্চল পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করে বলেন, যেখানে দেশের রাষ্ট্রপতি দুর্গতদের দেখতে তিনদিন অবস্থান করে এসেছেন, ত্রাণমন্ত্রী এখনও পর্যন্ত সেখানে অবস্থান করছেন, সেখানে বিএনপির অভিযোগ অবান্তর। গতবছর দেশ যখন বন্যায় আক্রান্ত হয়েছিল তারা দেশবাসীর পাশে দাঁড়ায়নি। নির্বাচনের আগ দিয়ে এবার তারা শুধু ফটোসেশনের জন্য সুনামগঞ্জ ও নেত্রকোনা সফর করেছেন।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে