শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৭:৪৮:৩৬

প্রতিউত্তর

প্রতিউত্তর

নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবে না। সেইসাথে বিএনপি তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে তখনই যাবে যখন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা বন্ধ করতে হবে। সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে একই সাথে নির্বাচন কালীন সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করারও দাবি জানান তিনি। বিএনপি তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে দাবী করে দলটির মহাসচিব বলেন, বিএনপি বিশ্বাস করে দলে নবীন ও প্রবীণদের সমন্বয়ে সে এতিহ্য ফেরত আনতে পারবে।

হাওরাঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা করতে আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রতি সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের মানুষের জন্য ভাবছে না সরকার।

দুর্নীতিকে সরকার জাতীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরবে বিএনপি।
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে