রবিবার, ০৪ জুন, ২০১৭, ০৫:৩৮:২৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

রোববার গুলশান ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বাড়িটি ছাড়বেন না বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, 'আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়। ' সুপ্রিম কোর্ট আইনজীবী সমিমির সভাপতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রবিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। গত ৩১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।

মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘আমি বিরোধী দলে আছি বলে আজকে এ মামলায় সাত বছর পরে আপিল করেছে সরকার।’

যদি সরকার বাড়ি ছাড়তে বলে তখন কী করবেন- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কি আইন নেই? আমি আইনের আশ্রয় নেব। আদালতের আশ্রয় নেব। বাড়ি ছাড়ব না।’
৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে