রবিবার, ১১ জুন, ২০১৭, ০৮:০২:৪২

প্রতিউত্তর

প্রতিউত্তর

আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে এক ফার্মেসির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেছেন, ‘ঈদের পর আন্দোলনে যাবে বলে হুমকি দিচ্ছে বিএনপি। এভাবে হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনমানুষের দল; এ দল কারও হুমকি-ধমকিতে ভয় পায় না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পর বিএনপি যদি আন্দোলনেও যায়, তবে সে আন্দোলন সফল হবে না। দেশের মানুষ বিএনপির অতীতের আন্দোলন দেখেছে। তাদের জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন কেউ সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বিএনপির বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। শুধু বিএনপি নয়; অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোরই তা করা উচিত।’

অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনও পথ নেই। সহায়ক সরকার নয়; সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে