মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭, ০৫:৩৪:৩৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

রিজিয়া রেজা চৌধুরী নদভী বলেন, প্রধানমন্ত্রী বাবার আদর্শ রক্ষার জন্য দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আর আমি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার বিরুদ্ধে রাজনীতি করছি। এটা কি আওয়ামী লীগের জন্য আমার আত্মত্যাগ নয়।

কোন লবিং তদবির করে মহিলা আওয়ামী লীগের পদ পাননি জানিয়ে রিজিয়া বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। উত্তরাধিকার সূত্রে আমি কোন রাজনীতি করছি না। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমার এলাকায় নারীদের সংগঠিত করেছি। জামায়াত-শিবিরের এলাকায় প্রত্যেক গ্রামে গ্রামে নারীদের নৌকা প্রতিক ও আওয়ামী লীগের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছি। আমার সাংগঠনিক যোগ্যতা দেখেই আমাকে মহিলা আওয়ামী লীগের পদ দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামের ছাত্রীদের সংগঠন ছাত্রী সংস্থার সাথে কোন সময় জড়িত ছিল না জানিয়ে তিনি বলেন, নবম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে হয়েছে আওয়ামী লীগের পরিবারের সন্তানের সাথে। আমি যখন থেকে রাজনীতি বুঝতে শুরু করেছি তখন থেকেই আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছি। বাবার রাজনীতির কথা কোন সময় মাথায় অনিনি।

তিনি আরো বলেন, তাছাড়া মিডিয়াতে এসছে আমি চট্টগ্রাম কলেজে পড়েছি এটা সত্য নয়। আমি পড়েছি ছুলেমা-সিরাজ মহিলা মাদ্রাসায়। কোন সময় ছাত্রী সংস্থার সাথে জড়িত ছিলাম না। কম বয়সে বিয়ে হয়েছে সংসার আর স্বামীর সাথে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে