সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৯:০৪:০৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

দেশের মূল সমস্যা জাতীয় নির্বাচন থেকে জনগণের দৃষ্টি সরাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিহীন ও মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে লন্ডনে কোনো আইএসআই বা কোনো জামায়াত নেতার সাক্ষাৎ হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তিনি বলেন, জনগণই বিএনপির শক্তি। খালেদা জিয়া তিন বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতায় আসার জন্য তার ও তারেক রহমানের কোনো গোষ্ঠী বা দেশের সঙ্গে ষড়যন্ত্র করার প্রয়োজন হয় না।’

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার পর  থেকেই আওয়ামী লীগ নেতারা এবং বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। তার তীব্র নিন্দা জানান তিনি।

দু-একটি মিডিয়ায় প্রকাশিত খবরের উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে লন্ডনে কোনো আইএসআই বা কোনো জামায়াত নেতার সাক্ষাৎ হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান দলের এই মুখপাত্র।

তিনি বলেন, কিছু গণমাধ্যমের খবর প্রকাশে মনে হচ্ছে তারা গণতন্ত্রের পক্ষের নয়। গণতন্ত্রের শত্রুদের সহযোগিতা করছে।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জিব কুমার চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে