বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৯:৫৫:৫৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে। এটা রাজনীতির জন্য ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাতে বিকল্পধারার চেয়ারম্যান বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিভিন্ন রাজনৈতিক দলেন নেতাদের নতুন জোট গঠন নিয়ে বৈঠকের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী এক সেমিনার অংশ নেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেমিনার শেষে বের হয়ে মন্ত্রী আরও বলেন, এ জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখা যাবে। নির্বাচনের সময় যে জোট হয়, সেখানে আদর্শের চাইতে কৌশলগত দিক বেশি প্রাধান্য পায়।

ওবায়দুল কাদের বলেন, দেশে বেপরোয়া মাদক, বেপরোয়া ড্রাইভার, বেপরোয়া রাজনীতিবিদ রয়েছে। একটার পর একটা হুজুগ দেখা দেয়। চিকুনগুনিয়ার পর বেপরোয়া সম্ভ্রমহানী শুরু হয়েছে। বেপরোয়া মাদক, রাজনীতিবিদ রয়েছে; এরা কখন জানি কোন দুর্ঘটনা ঘটিয়ে বসে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে