বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ০৬:২৪:৩৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বলেছেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই রায়ের যে অবজারভেশন, এটা বাংলাদেশের মানুষের প্রাণের কথা। সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন। সুতরাং দেশের ১৬ কোটি মানুষ এই রায়ের অবজারভেশনের সঙ্গে আছে এবং তারা একমত।

বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে।
 
তিনি অভিযোগ করে বলেন, তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে প্রধান তিনটি স্তম্ভ, সেই স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টের বিরোধ তারাই তৈরি করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের যদি ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস থাকত, তাহলে পদত্যাগ করত। তাদের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে আইনজীবী নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বক্তব্য দেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে