শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ০৫:০১:৩৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ, জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল আওয়ামী লীগ।

শনিবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল আওয়ামী লীগ। সেক্ষেত্রে জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দলও অবৈধ। জিয়াউর রহমানের আমলের বহু দলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কখনও অবৈধ হতে পারে না।’

রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার জন্য আমাদের কোনও ভূমিকা নেই, নির্বাচন কমিশন (ইসি)-এর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে নির্বাচনে নিয়ে আসাটা নির্বাচন কমিশনের দায়িত্ব।’

ফখরুল আরও বলেন, ‘সরকার যা বলে, তা করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সব দলকে একসঙ্গে করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা কমিশনের কাজ। কিন্তু বর্তমান কমিশন তাতে ব্যর্থ। এই কমিশন দলীয়। এই কমিশনের অধীনে কোনও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে