রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০৫:৪৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

ওবায়দুল কাদের নিজেকে বিএনপির নীতি নির্ধারক ভাবেন কি না, তার কাছে সেটা জানতে চেয়েছেন বিএনপি নেতা বলে মনে হয় রুহুল কবির রিজভী। রোববার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

‘খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে যাবেই’ শনিবার ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি (কাদের) কখনও কখনও এমনভাবে কথা বলেন যেন একদিকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার অন্যদিকে বিএনপির নীতিনির্ধারক!’

ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘বেসামাল’ দাবি করে রিজভী বলেন, ‘মাঝে মাঝে তিনি এমন উদ্ভট, অবাস্তব ও বানোয়াট কথা বলেন, তাতে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন, সেদিকে খেয়াল করছেন না। সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার মত তার বক্তব্যও বেসামাল।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়া এখন কারাগারে। বিএনপির অভিযোগ, তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই এমন রায় দেয়া হয়েছে। তবে গত দুই দিন ধরে ওবায়দুল কাদের বলছেন, খালেদা জিয়াকে ছাড়াই বিএনপি নির্বাচনে আসতে পারে।

রিজভী বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সুষ্পষ্টভাবে বলে দিতে চাই, খালেদা জিয়া বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তিনিই দলের নেতাকর্মীদের একমাত্র প্রেরণা। তাকে ছাড়া কোনও নির্বাচন নয়, এটাই এখন জনগণের উচ্চারণ। খালেদা জিয়াকে ছাড়া কোনও নির্বাচন এদেশে হবে না। মামলা, সাজা দিয়ে হাত-পা বেঁধে যে কোনও চক্রান্তের নির্বাচন করার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’

জাতিসংঘের সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘এর আগে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে খালেদা জিয়ার মামলার বিষয়ে কিছুই করার নেই। তাদের এই বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের এমন বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, তারা সমস্ত ক্ষমতার অধিকারী হলেও প্রধানমন্ত্রীর মনোবাসনা পূরণের কাজ করে যাচ্ছে।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে