শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:০১:০৫

ট্রেনকে দুর্ঘটনা থেকে বাঁচানো সেই দুই শিশু পেলো এবার ১ লাখ টাকার পুরস্কার

ট্রেনকে দুর্ঘটনা থেকে বাঁচানো সেই দুই শিশু পেলো এবার ১ লাখ টাকার পুরস্কার

নিউজ ডেস্ক: বুদ্ধিমত্তা দিয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করা রাজশাহীর দুই শিশু শিহাব ও টিটোনকে রেলমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে পশ্চিমাঞ্চল।

গতকাল দুপুরে, রাজশাহীর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় দুই শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেয়া হয়। পাশপাশি রেলমন্ত্রীর পক্ষ থেকে দু'জনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকার পুরস্কার দেয়া হয়।

এসময় পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে দুইজনকে ট্রেন রক্ষার বীর সৈনিক উপাধি দেয়া হয়। বয়সে ছোট হলেও সোমবার শিশু শিহাবুর রহমান শিহাদ ও টিটোন আলীর অভাবনীয় বুদ্ধিমত্তায়, রাজশাহীতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি তেলবোঝাই ট্রেন। এমন কাজে সকলের প্রশংসা কুড়ানো দুই শিশুর শিক্ষার দায়িত্ব নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে