শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ১১:৩০:৪৪

রাজশাহীতে একযোগে পদত্যাগ করেছেন ছাত্রলীগের ৫৭ নেতাকর্মী

রাজশাহীতে একযোগে পদত্যাগ করেছেন ছাত্রলীগের ৫৭ নেতাকর্মী

রাজশাহী থেকে : রাজশাহী কলেজ ছাত্রলীগের ৫৭ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈমের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বুধবার দলীয় প্যাডে একযোগে পদত্যাগকারী ৫৭ জন স্বাক্ষর করেন। ওই দিনই পদত্যাগপত্র রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক বরাবর প্রেরণ করা হয়।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, আমরা আপনাদের সংগঠনের অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান রাজশাহী কলেজে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু গত ৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে আমাদের প্রিয় নেতা রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমকে মিথ্যা অযৌক্তিক ও ভিত্তিহীন কারণে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

যে মানুষটি আমাদের বঙ্গবন্ধুর শিক্ষা ও দীক্ষা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন। তাকে ছাড়া রাজনীতি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এমন অবস্থায় আমাদের প্রিয় নেতা ও প্রিয় ব্যাক্তিত্ব ছাড়া আমাদের রাজনীতি ভিত্তিহীন।

তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের প্রিয় নেতা ও প্রিয় ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক নাঈমুল হাসান নাঈমকে তার পূর্বের পদে পুনর্বহাল না করা হলে আমরা পদত্যাগ করলাম।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নাঈমের বিরুদ্ধে রাজশাহী কলেজের গাছ চুরিসহ নানা অপকর্মে ইন্ধনের অভিযোগ রয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে