বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ১১:৩১:২৫

পরকীয় প্রেমিকের সাথেই নিজের ৯ বছরের শিশু কন্যাকে বিয়ে দিলেন মা, অতঃপর...

পরকীয় প্রেমিকের সাথেই নিজের ৯ বছরের শিশু কন্যাকে বিয়ে দিলেন মা, অতঃপর...

নিউজ ডেস্ক :  ৯ বছরের শিশু বর্ণা। সে চর্তুথ শ্রেণির শিক্ষার্থী। অথচ চলতি বছরের জুন মাসে রংপুর জজ কোর্টের নোটারি পাবলিকের মাধ্যমে ওই শিশুর বয়স ১৮ বছর দেখিয়ে ৫ লাখ টাকা দেন মোহরে তার মা নুর বানু বেগম রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিয়ের আগে নুর বানু বেগম রংপুর সিটি করর্পোরেশন থেকে মেয়ের জন্য নাগরিকত্ব ও জন্ম সনদও সংগ্রহ করেছেন। বর্ণা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ছোট নলছিয়া পাড়া গ্রামের বাবলু শেখের মেয়ে ও স্থানীয় জুংগীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বর্ণার মা নুর বানু বেগম তার বাবার বাড়ি রংপুর থেকে ওই বাল্য বিয়ে সম্পন্ন করেন। পরকীয় প্রেমিকের সাথেই নিজের ৯ বছরের শিশু কন্যাকে বিয়ে দিলেন মা। অতঃপর, এই বাল্য বিয়ে বাতিল করার জন্য বর্ণার বাবা বাবলু শেখ বৃহস্পতিবার ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণার বাবা বাবলু শেখ দীর্ঘদিন যাবত চট্টগ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন। বেশিরভাগ সময় চট্টগ্রামে অবস্থান করার কারণে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের শাহ জাহান আলীর ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বাবলু শেখের স্ত্রী নুর বানুর অবৈধ সম্পর্কে গড়ে ওঠে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। এ কারণে নুর বানু তার ৯ বছরের শিশু কন্যা বর্ণাকে নিয়ে তার বাবার বাড়ি রংপুরে চলে যান।

গত ৮ জুন বর্ণার নামে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গোলাম কবীর কাজলের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ ও সিটি কর্পোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধক অনিজা হাসান স্বাক্ষরিত জন্মসনদ সংগ্রহ করা হয়। গত ১১ জুন রোববার বর্ণার মা তাকে মার্কেট থেকে কাপড় কেনার কথা বলে রংপুর কোর্টে নিয়ে যান।

বর্ণার বয়স ১৮ বছর দেখিয়ে রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট এ আর মাইদুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক করে নুর বানুর কথিত প্রেমিক রফিকুলের সঙ্গে তার মেয়ে ৯ বছরের বর্ণার বিয়ে দেন।

এ বিষয়ে বর্ণার বাবা বাবলু শেখ বলেন, আমাকে না জানিয়ে ৯ বছরের শিশু কন্যাকে রংপুর নিয়ে তার মা রফিকুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছে। তাই অবৈধ ও বেআইনি বিয়ে বাতিল করে জড়িতদের বিচার চেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।

জুংগীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হযরত আলী বলেন, বর্ণা আমার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। অবুঝ এ শিশুকে তার মা বিয়ে দিয়ে গর্হিত কাজ করেছেন। গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, বাবলু শেখের স্ত্রী নুর বানুর সঙ্গে পার্শ্ববর্তী গোবিন্দাসী ইউনিয়নের ও গোবিন্দাসী গ্রামের শাহজাহান আলীর ছেলের অবৈধ সম্পর্ক তৈরি হয়।

তাদের ওই অনৈতিক সম্পর্ক নিয়ে একাধিকবার এলাকায় সালিশি বৈঠক করেছি। এরপরও নুর বানু কীভাবে তার বাবার বাড়ি রংপুর নিয়ে ওই ৯ বছরের শিশু কন্যাকে তার কথিক পরকীয় প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন! এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ৯ বছরের ওই শিশু কন্যাকে দেখেছি এবং তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। অতিদ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমটিনিউজ২৪.এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে