মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ০৯:০৯:৩৯

দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করলেন সাবেক আওয়ামী লীগ সভাপতি

দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করলেন সাবেক আওয়ামী লীগ সভাপতি

টাঙ্গাইল: দলীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র পাননি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য সাময়িক বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রহিজ উদ্দিন আকন্দ। মনোনয়ন পদ না পেয়ে সিদ্ধান্ত নেন একা একাই ইউপি নির্বাচনে দাঁড়াবেন তিনি।

কিন্তু একা একা ইউপি নির্বাচনে দাঁড়িয়ে মাত্র মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে নুরুল ইসলাম পান ৫০৩৯ ভোট আর রহিজ উদ্দিন আকন্দ পান ৪৮৯০ ভোট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে পরাজিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দুধ দিয়ে গোসলের বিষয়ে রহিজ উদ্দিন আকন্দ অনেকটা মনে কষ্ট নিয়ে বলেন, বিগত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক কাজ করেছি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জন্য অনেক শ্রম দিয়েছি। তারপরও দল আমাকে মনোনয়ন দেয়নি। জনগণ আমাকে ভালোবাসে বিধায় তারা আমাকে ভোট দিয়েছে। যে দলের জন্য এত শ্রম দিয়েছি সেই দল থেকে আমি আজ কি পেলাম?

এই ব্যাপারে টাঙ্গাইলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, দল থেকে সরে যাওয়ার একান্ত সিদ্ধান্ত তার। তাকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে