শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩১:৩৯

বিভিন্ন থানার ওসিদের ফোন দিয়েই মিষ্টি নারী কণ্ঠে সে বলতো ‘এসপি ভাবী’ বলছি!

 বিভিন্ন থানার ওসিদের ফোন দিয়েই মিষ্টি নারী কণ্ঠে সে বলতো ‘এসপি ভাবী’ বলছি!

টাঙ্গাইল: মিষ্টি নারী কণ্ঠে এসপি ভাবী পরিচয় দিয়ে বিভিন্ন থানার ওসিদের কাছ থেকে মোবাইলে টাকা দাবি করতো এক যুবক। দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য তৎপর ছিল ডিবি পুলিশ। অবশেষে ধরা পড়েছে সে।

ওই প্রতারক যুবেকের নাম মেহেদী হাসান (২৬)। টাঙ্গাইলের ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে শেরপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। মেহেদী হাসান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুছ ছালাম মিয়া বলেন, প্রতারক মেহেদী হাসান মেয়েলি কণ্ঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার এসপি ভাবী পরিচয় দিয়ে ওসিদের কাছে মোবাইলে টাকা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেরপুর এসপি ভাবীর পরিচয় দিয়ে থানাগুলোতে টাকা দাবি করে মেহেদী হাসান। পরে বিষয়টি ওসিদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। আর এ প্রতারককে আটক করতে মাঠে নামে শেরপুর ডিবি পুলিশ।

অবশেষে বুধবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে শেরপুর ডিবি পুলিশ আটক করে। পরে তারা ওই দিনই তাকে শেরপুরে নিয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে