বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ০৩:৪৮:৫০

বঙ্গবীরের দলে যোগদান করলেন আ.লীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত

বঙ্গবীরের দলে যোগদান করলেন আ.লীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত

নিউজ ডেস্ক: দল থেকে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। তথ্য- পরিবর্তন

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নিজেই।

জানা যায়, গত রোববার লিয়াকত আলী জেলা পরিষদের সদস্য পদ থেকে এবং উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। পরে তিনি কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেন। যোগ দেওয়ার পর তিনি মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী ছাড়াও আরো তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীকে মনোনয়ন দেয়।

দলের মনোনয়ন না পাওয়ায় দল বদল করে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদানের সিদ্ধান্ত নেন বলে তার সমর্থকরা জানান।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, কয়েক বছর ধরে নিজ উদ্যোগে কালিহাতীতে কাজ করছি। প্রতিটি গ্রামে আমার শক্ত অবস্থান তৈরি হয়েছে। নেত্রীর কথায় আমি মনোনয়ন পাওয়ার আশায় মাঠে নেমেছিলাম। কিন্তু আমার মতো একজন সৎ এবং নিষ্ঠাবানকে মূল্যায়ন না করে আরেকজনকে মনোনয়ন দেন। তাই আমি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। পরে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম লিয়াকত আলীর যোগদান এবং তাদের দল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে