শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৬:৫৪

ধোনির কারণে ইতিহাসের প্রথম ভারতীয় দল হিসেবে এমন ঘটনা ঘটালো

ধোনির কারণে ইতিহাসের প্রথম ভারতীয় দল হিসেবে এমন ঘটনা ঘটালো

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-ভারত মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারনী ম্যাচে আজ শুক্রবার মাঠে নামে দুইদল। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে ২৩০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়াও শন মার্শ ৩৯, উসমান খাওয়াজা ৩৪ ও গ্ল্যান ম্যাক্সওয়েল ২৬ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে চাহাল ৬ উইকেট, ভুবেনেশ্বর ও শামি ২টি করে উইকেট শিকার করেন।

২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত। ৯ রান করে সিডলের বলে মার্শের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন রোহিত। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন ধাওয়ান ও কোহলি। তবে ২৩ রান করে স্টয়নিসের বলে তার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন ধাওয়ান। অন্যদিকে ৪৬ রান করে রিচার্ডসনের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন কোহলি।

তবে ভারতকে জয় এনে দেন ধোনি ও যাদব। ধোনি ৮৭ রানে ও যাদব ৬১ রানে অপরাজিত ছিলেন। এরই ফলে ৭ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজ জিতে নেই ভারত। ধোনির কারণে ইতিহাসের প্রথম ভারতীয় দল হিসেবে এমন ঘটনা ঘটালো, আর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল কোহলিরা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ২৩০ (৪৮.৪ ওভার)
হ্যান্ডসকম্ব ৫৮, মার্শ ৩৯
চাহাল ৪২/৬, ভুবনেশ্বর ২৮/২

ভারত ২৩৪/৩ (৪৯.২ ওভার)
ধোনি ৮৭*, কেদার ৬১*
রিচার্ডসন ২৭/১, সিডল ৫৬/১

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

সিরিজ: ভারত ২-১ ব্যবধানে জয়ী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে