শনিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:২৯:০৯

রিজিকের মালিক আল্লাহ : ভূমিমন্ত্রী

রিজিকের মালিক আল্লাহ :  ভূমিমন্ত্রী

চট্টগ্রাম : শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী নদীতীরে উচ্ছেদ অভিযানের কাজ পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতেই গাড়ির দিকে পা বাড়ান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশতাধিক লবণশ্রমিক ও মিল মালিক ঘিরে ধরেন তাকে।

শ্রমিকরা নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে মন্ত্রীর কাছে সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান। লবণশ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার মন্ত্রীকে জানান, উচ্ছেদের কারণে প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। মালিকদের ক্ষতিও অনেক।

এ সময় মন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে উত্তরে বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ। তিনিই আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। এর আগে যখন দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজ হয় তখন বলা হয়েছিল হাজার হাজার মাঝি বেকার হয়ে যাবে। কিন্তু তারা কি এখন না খেয়ে আছে?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে