সোমবার, ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৫:০৪

মধ্যপ্রাচ্যে মানুষ হত্যায় ইউরোপ-আমেরিকা দায়ী: পোপ

মধ্যপ্রাচ্যে মানুষ হত্যায় ইউরোপ-আমেরিকা দায়ী: পোপ

আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, নিরীহ শিশু ও সাধারণ মানুষকে হত্যার জন্য ধনী আমেরিকা ও ইউরোপ অস্ত্র বিক্রি করছে। ইতালির মিলান শহরের স্যান কার্লো ইনস্টিটিউটে বক্তৃতা দেয়ার সময় নজিরবিহীন এ মন্তব্য করেন তিনি।

ক্যাথলিক গির্জার ২৬৬তম প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বিশ্বের বিভিন্ন দেশে নিরীহ-নিরাপরাধ শিশু ও মানুষ হত্যার জন্য বর্তমান বিশ্বের মোড়ল রাষ্ট্র আমেরিকা ও ইউরোপকে দায়ী করেছেন।

পোপ ফ্রান্সিস বলেন, ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে কখনোই যুদ্ধ দেখা যেত না, যদি অস্ত্র বিক্রির বিষয় না থাকতো। অথচ এসব যুদ্ধে নিহত হয়েছে অসংখ্য নিরীহ নিরাপরাধ শিশু ও সাধারণ মানুষ।

প্রতিটি শিশু ও সাধারণ মানুষের মৃত্যুর জন্য, প্রতিটি পরিবার ও স্থাপনা ধ্বংসের জন্য অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর দায় রয়েছে।

আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করছে। আর সৌদি আরব সে অস্ত্র ব্যবহার ২০১৫ সালে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে নিহত হয় অসংখ্য শিশু ও সাধারণ মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে