বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ০৩:৫৩:০৪

অবশেষে পা হারানো রাসেলকে ৫ লাখ টাকার চেক দিলো গ্রীনলাইন

অবশেষে পা হারানো রাসেলকে ৫ লাখ টাকার চেক দিলো গ্রীনলাইন

নিউজ ডেস্ক : গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় এক পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষ। প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে এ টাকা দিলো গ্রীনলাইন কর্তৃপক্ষ। আর বাকি ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার(১০ মার্চ) বিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

এর আগে রাসেল সরকারকে বিকেল ৩টার মধ্যে যতটুকু পারেন ক্ষতিপূরণ দিতে গ্রীনলাইনের মালিক মো.আলাউদ্দিনকে আদালত মৌখিক আদেশ দেন।

আদালত বলেন, যতটুকু পারেন ক্ষতিপূরণ বুঝিয়ে দেন। এরপর আবার আদালতে আসেন, ৩ টার পর এ নিয়ে আমরা আমাদের মত আদেশ দেব।

উল্লেখ্য, গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন গ্রীনলাইন কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে