শুক্রবার, ২৪ মে, ২০১৯, ১২:১০:৫৮

যুক্তরাষ্ট্রের ভয়ে ইরানের পাশ থেকে সরে গেলো তুরস্ক!

যুক্তরাষ্ট্রের ভয়ে ইরানের পাশ থেকে সরে গেলো তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে সম্মান দেখিয়ে তেহরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুরস্কের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি বুধবার (২২ মে) এক খবরে এ তথ্য প্রকাশ করেছে।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরানের ওয়াশিংটনে সফরের সময় নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতার কারণে আমরা নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখাচ্ছি।

কয়েক মাস আগে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যেসব দেশ ইরান থেকে তেল কিনছে, সেসব দেশকেও ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু বানিয়েছে।

প্রাথমিকভাবে চীন, ভারত, জাপানসহ আটটি দেশকে ইরান থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এসব দেশকে তেহরানের অপরিশোধিত তেল কেনার সুযোগ দেয়ার পর গত ২ মে তা বন্ধ করে দিয়েছে। আংকারা প্রথমে মার্কিন নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে নিজের অনিচ্ছার কথা জানালেও গত ২ মে থেকে ইরানি তেল কেনা বন্ধ রেখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে