বুধবার, ১২ জুন, ২০১৯, ১১:১৯:৫৪

এবার রাঁধুনীর ধনিয়া ও জিরা গুঁড়া, কুলসন সেমাইসহ ২২ পণ্য প্রত্যাহারের নির্দেশ

এবার রাঁধুনীর ধনিয়া ও জিরা গুঁড়া, কুলসন সেমাইসহ ২২ পণ্য প্রত্যাহারের নির্দেশ

নিউজ ডেস্ক: এবার রাঁধুনীর ধনিয়া ও জিরা গুঁড়াসহ ২২ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার এই নির্দেশ দেন আদালত।
বিএসটিআই-এর অপ্রকাশিত ৯৩টি পণ্যের রিপোর্ট আদালতে জমা দেয়ার আবেদন করেছিল ‘কনসাস কনজুমার্স সোসাইসি’ (সিসিএস)। সেই ৯৩টির মধ্যে ২২টি পণ্য ‘নিম্ন’ মানের ঘোষণা বিএসটিআই। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পণ্যগুলো হলো: ১. প্রাণ প্রিমিয়াম ব্র্যান্ডের ঘি। ২. রাঁধুনী ব্র্যান্ডের ধনিয়া গুঁড়া। ৩. রাঁধুনী ব্র্যান্ডের জিরা গুঁড়া। ৪. কুলসন লাচ্ছা সেমাই। ৫. কনফিডেন্স আয়োডিনযুক্ত লবণ। ৬. মদিনা লাচ্ছা সেমাই। ৭. মুসকান আয়োডিনযুক্ত লবণ। ৮. এ-৭ ব্র্যান্ডের ঘি। ৯. গ্রিন মাউন্টেন ব্র্যান্ডের বাটার অয়েল।১০. উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ। ১১. নজরুল আয়োডিনযুক্ত লবণ। ১২. থ্রি স্টার হলুদের গুঁড়া।১৩. খুশবু ঘি। বাকি পণ্যগুলোর বিএসটিআইয়ের অনুমতিই ছিল না। এজন্য নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে