মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ০৯:৫৯:৫৮

আশরাফুলের ডাক নাম মতিন

আশরাফুলের ডাক নাম মতিন

গল্প লিখতে বসেছি আজ। আসলে এটাতো গল্প নয়, এটা হল ক্রিকেট বিশ্বের এক ছোট্ট বোকা সোকা বালকের।১৯৮৪ সালের ৭ই জুলাই যে ছেলেটার জন্ম ঢাকায়। ডাক নাম মতিন আর ক্রিকেটীয় নাম অ্যাশ! উইকেটের পিছনে ব্যাট ঘুরিয়ে মারার শট যার নামে ছিল অ্যাশ স্কুপ।

ছোটবেলা থেকে এখন পর্যন্ত আশরাফুলের শটের পাগল আমি। কিভাবে শট খেলতো ভাবি এখনও! সবচেয়ে বড় কথা ওর মত খেলার ধরণ আমাদের বর্তমান জাতিয় দলের কয়েকটা প্লেয়ারেরও নেই। ভাল খেলে অনেকেই, কিন্তু ৩/৪ জনের মাইর ছাড়া আগের মতন তেমন স্বাদ পাইনা আমি।

২০০০ সালের ২২শে নভেম্বর ঢাকা মেট্রোপুলিশ ক্রিকেট টীমের হয়ে নিজের ফার্স্ট ক্লাশ ক্যারিয়ার শুরু করেন এই ছোট্ট কিংবদন্তী মোহাম্মদ আশরাফুল। সেই ম্যাচে উনি ৪১ আর ৬ রান তুলেন নিজের ব্যাট থেকে আর স্লো লেগ স্পিন বল করে মাত্র ৫৯ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। ফার্স্ট ক্লাশ কারিয়ারের ২য় ম্যাচে করেছিলেন নিজের প্রথম সেঞ্চুরি।

বাংলাদেশ জাতীয় টীমের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের সূচনা করে ১১ই এপ্রিল ২০০১ তারিখে জিম্বাবুয়ের সাথে খেলে। সেদিন বাংলাদেশ ৩৬ রানে হেরেছিল আর অ্যাশ করেছিলেন ৯ রান তবে সেদিনই নিজের প্রথম ওয়ানডে উইকেট তুলে নেন বিখ্যাত এন্ডি ফ্লাওারকে আউট করে।

ওয়ানডে সূচনার মত এতটা নিষ্প্রভ হয়নি টেস্টের বেলায়। ২০০১ সালের ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে ১১৪ রান করে করে ক্রিকেটের সবচেয়ে কম বয়সি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার এক অনবদ্য রেকর্ড গড়েন আশরাফুল। ১৬ বছর ৬২ দিন বয়সের সেই পিচ্চি আশরাফুল নিজের প্রথম ইনিংসে ২৬ রান করেছিলেন কিন্তু ২য় ইনিংসেই কলম্বোর সেদিনের দর্শক, পিচ এবং স্বয়ং আম্পায়ারকে সাক্ষী রেখে বিশ্বসেরা বোলার মুরালি, ভাসদের পি'টিয়ে ১১৪ রান করে ছিনিয়ে নিয়েছিলেন জীবনের প্রথম টেস্ট ম্যান অফ দ্যা ম্যাচ এ্যাওয়ার্ড! বোধহয় আজো সেই দিনের কথা মনে রেখেছে মুরালি আর ভাস, যেখানে বড় বড় অভিজ্ঞ ব্যাটসম্যান ওদের বলের সামনে নাস্তানাবুদ সেখানে পিচ্চি ছোকরাটা কি দশাই না করেছিল!

২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে কুম্বলে, পাঠানদের বেধড়ক পি'টিয়ে অপরাজিত ১৫৮ রান করে বাহবা পেয়েছিলেন ক্রিকেটের মহারথি শচীন টেন্ডুলকারের কাছ থেকে। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন পাঠানের সাথে যৌথভাবে।

টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত শ্রীলঙ্কার সাথে ড্র করার পথে অন্যতম নায়ক ছিলেন এই আশরাফুল! ৮ই মার্চ ২০১৩ সালে ১৯০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন বাংলাদেশের ইতিহাসে আমার দেখা সর্বকালের সেরা মাস্টারক্লাশ ব্যাটসম্যান। সেই ম্যাচে মুশফিকুর ২০০ আর নাসির ১০০ রান করেছিলেন তবে মুল ভিত্তিটা গড়েছিলেন অ্যাশ।-ফেসবুক থেকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে