শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ১০:১৭:১২

আফগানিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফো'রণ, ৬২ মুসল্লি নিহ'ত

আফগানিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফো'রণ, ৬২ মুসল্লি নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফো'রণে অন্তত ৬২ জন মুসল্লি নিহ'ত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফো'রণে আহ'ত হয়েছেন শতাধিকেরও বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নাঙ্গারহার প্রদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, হ'তাহ'তের সংখ্যা আরও বাড়তে পারে। শতাধিক আহ'ত হয়েছেন। বিস্ফো'রণের ধ্বং'সস্তূ'প থেকে লা'শ এখনও বের করছে উদ্ধা'রকর্মী ও স্থানীয়রা।

ওই এলাকার আদিবাসী প্রবীণ মালিক মোহাম্মদী গুল শিনওয়ারী জানান, হামলায় মসজিদটি পুরোপুরি ভে'ঙে পড়েছে।

হামালা কে বা কারা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, প্রায় ৩২টি লা'শ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫০ জনের মতো আহ'তকে এনে ভর্তি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে