রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫:৪৪

বিপিএলে ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ

বিপিএলে ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ

স্পোর্টস ডেস্ক: বিপিএলের এবারের আসর আগের আসরগুলোর তুলনায় পুরোপুরি ব্যতিক্রম। কারণ এবার ফ্রাঞ্চাইজি নেই। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এই আসরের নামকরণ করা হলো বঙ্গবন্ধু বিপিএল। পুরো টুর্নামেন্টের একক মালিকানা এবার বিসিবির কাছে। দল পরিচালনা থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন, সব কিছুই করবে তারা।

নতুন ফরম্যাটের টুর্নামেন্টের ৭টি দলের নামকরণ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ৫টি দলকে তুলে দেয়া হয়েছে ৫টি সহযোগী স্পন্সর প্রতিষ্ঠানের হাতে। দলগুলোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে একজন করে বিসিবি পরিচালককে।

এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বিপিএলের প্লেয়ার ড্রাফটও। শুধু তাই নয়, কোচিং স্টাফ নিয়োগ দেয়া থেকে শুরু করে অনেক কাজই শেষের পর্যায়ে। এখন শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষা।

নির্ধারিত সময় অনুযায়ী, ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। যদিও তার তিনদিন আগে, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থিত থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুর্নামেন্টের অন্যতম বড় একটি কাজও আজ শেষ করে ফেললো বিসিবি। ঘোষণা করা হয়েছে বিপিএলের সূচি। ঘোষিত সূচি অনুসারে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দিনের আলোয়, আরেকটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।

প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। শেষ হবে ৩টা ৫০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫টা ২০মিনিটে। শেষ হবে রাত ৮টা ৪০ মিনিটে। তবে শুক্রবার থাকবে ব্যতিক্রম। এদিন প্রথম খেলা শুরু হবে দুপুর ২টায়। শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে।

১১ ডিসেম্বর বুধবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম এবং সিলেট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২.৩০টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স মাঠে নামকে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে।

বাংলাদেশ প্রমিয়ার লিগ বিপিএলে খেলতে আসছেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। বিপিএলে রংপুরের হয়ে খেলতে অাসছেন তিনি। শাই হোপের পরিবর্তে খেলবেন তিনি। এর আগে বরিশাল বার্নার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। ৭ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৯৩৭ রান করা আহমেদ শেহজাদ বিপিএলের ১৬ তম সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিপিএলে ২৭ ম্যাচে ১৩২.৫৩ গড়ে ৯৩৭ রান করা আহমেদ শেহজাদ চার মেরেছেন ৯০ টি, ছক্কা হাঁকিয়েছেন ৩৩ টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ ১১৩* রানের ইনিংস (২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে) টুর্নামেন্টে ৭ম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা (রংপুর রেঞ্জার্স) এখনো আসলে খুঁজছি (হাসি)। টি-টোয়েন্টিতে বড় যেসব নাম তাদের কাউকে পাওয়া যায়নি। আমি যতদূর জানি আহমেদ শেহজাদের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ও একটু ফ্রি আছে। বাকি আমরা কয়েকজন প্লেয়ার নিয়ে কথা বলছিলাম। তাদেরকে আমরা এখনো পাইনি। এরকম হতে পারে এখন আমরা একজনকে নিচ্ছি আর একটা জায়গা ওপেন রাখছি। পরবর্তী পর্যায়ে বড় কেউ আসতে পারে।’

রংপুর রেঞ্জার্সঃ মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহরুল ইসলাম, মোহাম্মদ নবি,আহমেদ শেহজাদ, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, লুইস গ্রেগরি, ক্যামেরুন দেলপোর্ত, সঞ্জিত সাহা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে