শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৯:৪৯

বিপিএল মাতাচ্ছেন চাঁদপুরের ‘চাঁদ’!

বিপিএল মাতাচ্ছেন চাঁদপুরের ‘চাঁদ’!

স্পোর্টস ডেস্ক: বিপিএল মাতাচ্ছেন চাঁদপুরের ‘চাঁদ’! কাগজে-কলমে নাম মেহেদী হাসান রানা। কিন্তু বিপিএলে যেভাবে বল হাতে নৈপুণ্য দেখাচ্ছেন তাতে চাঁদ বলতেও দোষ নেই! চাঁদপুরে আঞ্চলিকভাবে একটা শব্দ বেশ প্রচলিত। যারা দেশের বিভিন্ন অঙনে দারুণ কিছু করেন তাদের প্রশংসার ছলেই চাঁদ বিশেষণে বিশেষায়িত করা হয়। রানার ক্ষেত্রেও এমন ভাবাটা অস্বাভাবিক নয়। কেননা এখন পর্যন্ত তিনিই তো চলমান বিপিএলের সেরা বোলার।

দেশি-বিদেশি তারকাদের ভিড়ে এভাবে নিজেকে মেলে ধরতে পারবেন হয়তো রানা নিজেও ভাবেননি। তবে স্বপ্ন দেখেছেন দল পেলে দারুণ কিছু করবেন। শেষমেশ তাকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরপর আর পিছু তাকাতে হয়নি রানাকে। বল হাতে ছুটছেন দারুণভাবে। এরিমধ্যে চলমান বিপিএলের সেরা বোলারের আসনটা অলংকৃত করেছেন তিনি।

চট্টগ্রামও রানার ওপর আস্থা রেখেছিল। তাদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন এই পেস সেনসেশন। প্রতি ম্যাচে বল হাতে ঝলক দেখাচ্ছেন তিনি। সবশেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ২৮ রান খরচ করে নেন ৪ উইকেট।

যদিও চট্টগ্রামের হয়ে সবগুলো ম্যাচ খেলার সুযোগ হয়নি রানার। তবে ৪ ম্যাচ খেলেও তিনি নাম্বার ওয়ান। ১৬ ওভারে ২ মেডেনের সঙ্গে নিয়েছেন ১২ উইকেট। তার ধারেকাছেও নেই কেউ। দুইয়ে থাকা সৌম্য সরকার ৪ ম্যাচ থেকে নেন ৭ উইকেট।

রানার এমন পারফরম্যান্সে খুশি খোদ চাঁদপুরের মানুষও। অন্য ম্যাচ মিস হলেও চট্টগ্রামের ম্যাচগুলো মিস করেন না তারা। খবর নিয়ে জানা গেল, তার নিজ এলাকায় রানাকে নিয়ে চলছে তুমুল আলোচনা।

বয়স সবে ২২। তাতেই লাইমলাইটে। অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও জ্বলছেন আপন আলোয়।ইতিমধ্যে তাকে আগামীর মাশরাফি ভাবতেও শুরু করেছেন ক্রিকেটবোদ্ধারা।

১৯৯৭ সালে ১ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন রানা। তার শৈশব কাটে সেখানেই। প্রাইমারি আর মাধ্যমিক লেভেলের পড়াশুনা শেষ করে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়েন এই তরুণ ক্রিকেটার। এরপর নাম লেখান বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে।

প্রথম শ্রেণীর ক্রিকেটেও উজ্জ্বল রানা। অদ্যাবধি ২৭ ম্যাচ খেলে শিকার করেছেন ৬৪ উইকেট। সেরা বোলিং ৩০ রান দিয়ে ৫ উইকেট। আর লিস্ট ওয়ান ক্রিকেটে ২৫ ম্যাচে অংশ নিয়ে ঝুলিতে পুরেন ২৩ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে