রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৮:৫৬:৫৯

কাঁধে খাদ্য সামগ্রীর বস্তা নিয়ে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ছুটছেন জেলা প্রশাসক

কাঁধে খাদ্য সামগ্রীর বস্তা নিয়ে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ছুটছেন জেলা প্রশাসক

বাগেরহাট থেকে : করোনা ভাইরাস নিয়ে চলমান সং'কটে সরকারের দেয়া খাদ্য সাহায্য পৌঁছে দিতে কাঁধে বস্তা নিয়ে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি ছুটছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে সরকারি খাদ্য সাহায্য বিতরণ শুরু করে বাগেরহাট জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনা ভাইরাস প্রতিরো'ধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেলসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, শেখ ফিরোজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী শামীম মোল্লা ও রিকশাচালক রজব আলী বলেন, কয়েক দিন ধরে ঘরের বাইরে যেতে পারি না। চালসহ অন্যান্য খাদ্যপণ্য ধার করে খাচ্ছি। ডিসি সাহেব চাল, ডাল দিয়েছেন। খুব উপকার হলো। রোমেচা বেগম, হাসিম হাওলাদার, নার্গিস বেগম বলেন, জেলা প্রশাসন থেকে চাল, ডালসহ অনেক কিছু পেয়েছি। এতে আমাদের কয়েক দিন চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে