সোমবার, ২২ মার্চ, ২০২১, ০৩:৪০:১১

মন্দির পুড়ে ছাই, ধনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে

মন্দির পুড়ে ছাই, ধনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে

মোংলা (বাগেরহাট): মোংলার ধনখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মন্দিরসহ পাঁচটি বসতঘর। রোববার (২১ মার্চ) রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ধনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলাল মণ্ডলের (৬২) বসতঘরে রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। টের পেয়ে তার স্ত্রীসহ ছেলে দ্রুত বেরিয়ে গেলে মুহূর্তের মধ্যে পারিবারিক উপাসনালয়সহ পাঁচটি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দুলাল মণ্ডল বলেন, ‘তার ঘরে নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকারসহ অনেক মূল্যবান মালামাল ছিল।’

মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আহাদুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে ওই বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে