শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ০১:১৪:০৮

৩০ কেজি ওজনের বিশাল কচুটি ৬০০ টাকায় কিনে ভাগ করে নিলেন স্থানীয়রা

 ৩০ কেজি ওজনের বিশাল কচুটি ৬০০ টাকায় কিনে ভাগ করে নিলেন স্থানীয়রা

আব্দুল জব্বার হাওলাদার। বয়স ৯০। লাঠি ভর করে চলাফেরা করেন তিনি। কাঁধে ৬ ফুট লম্বার একটি কচু নিয়ে বাজারে এসেছেন বিক্রি করতে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়েন্দা বাজারে ওই বৃদ্ধ লোকটি কচুটি বাজারে নিয়ে আসেন।

এ সময় বৃদ্ধের কাঁধে বিশাল কচুটি দেখে অনেকে অবাক দৃষ্টিতে দেখেন। আবার কেউ বা দাম জিজ্ঞেস করেন। বিশাল এ কচুটি দেখতে স্থানীয় লোকজনও ভিড় করেন সে সময়। ওই বৃদ্ধা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা।

আব্দুল জব্বার জানান, ২ বছর আগে একটি কচুর মাথা কেটে শখের বসে ঘরের পাশে পুঁতে রেখে ছিলেন। সেই ছোট্ট মাথা এখন বিশাল এক কচুতে পরিণত হয়েছে। যার ওজন হয়েছে ৩০ কেজি। তার এ বিশাল বড় কচু খাওয়ার মতো এতো লোকও নেই বাড়িতে। তাই বাজারে নিয়ে এসেছেন বিক্রি করতে। কচুটির দাম চেয়েছেন ৬০০ টাকা।

এ বিষয়ে স্থানীয় রায়েন্দা বাজারের পূর্বমাথার কাচাবাজারের ব্যবসায়ী নিল কুন্ডু পাল বলেন, এত বড় কচু সাধারণত দেখা যায় না। তার বিশাল বড় কচুটি ৬০০ টাকা দাম চেয়েছিল তিনি। পরে আমি ৫০০ টাকা বলে ছিলাম। তাতে তিনি বিক্রি করেননি। পরে স্থানীয় কয়েকজনে মিলে কচুটি ৬০০ টাকায় কিনে ভাগ করে নিয়েছেন বলে শুনেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে