বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১০:১৭:৫৮

রোহিঙ্গাদের জন্য বিনামূল্যে বিজিবি’র মেডিকেল ক্যাম্প

রোহিঙ্গাদের জন্য বিনামূল্যে বিজিবি’র মেডিকেল ক্যাম্প

বান্দরবান থেকে : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গ্রাম জলপাইতলী থেকে দুইশ গজ দক্ষিণে মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্ত এলাকা। এটি কাঁটাতার দিয়ে ঘেরা। এই ঘেরার বাইরে দুই সীমান্তের মধ্যবর্তী অংশে (নো ম্যানস ল্যান্ড) শতাধিক ঝুপড়িঘরে বসতি করেছে হাজার হাজার রোহিঙ্গা।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনাদের দ্বারা নির্যাতনের শিকার এসব রোহিঙ্গা এখন নো ম্যানস ল্যান্ডে মানবেতনভাবে জীবনযাপন করছে। বর্তমানে তাদের সবচেয়ে বড় সমস্যা ওষুধ, খাবার ও খাবার পানি।

এমত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা একটি মেডিকেল ক্যাম্প বসিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এই ক্যাম্প থেকে প্রতিদিন প্রায় ২০০-৩০০ জন রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীরা নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে বিজিবির সহায়তায় খাদ্য ও পানি সংগ্রহ করছে। বিজিবি মেডিকেল ক্যাম্পের ডা. মোহম্মদ শহিদুল ইসলাম জানান, রোহিঙ্গাদের এসব সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যা বেশি এবং এদের অনেকেই জ্বর, কাশি, ডায়েরিয়া, ছোট খাট কাটা ছেঁড়াসহ স্কিন সমস্যা আক্রান্ত।

বৃহস্পতিবার সকালে বিজিবির এই ক্যাম্পটি আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে