বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৮:৪০

১৫ বিঘা জমির ওপর ছয়টি পপি ক্ষেতের সন্ধান, পরে ধ্বংস করল বিজিবি

 ১৫ বিঘা জমির ওপর ছয়টি পপি ক্ষেতের সন্ধান, পরে ধ্বংস করল বিজিবি

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ছয়টি আফিম ক্ষেত ধ্বং'স করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আট'ক করতে পারেনি তারা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিন্দু ইউনিয়নের ক্যাইয়াটাকপাড়ার আশপাশে অ'ভিযান চালায় বিজিবি।

পরে ওই গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে গভীর জঙ্গলে পপি ক্ষেতের সন্ধান পায় বিজিবি । পরে তিন্দু ক্যাম্পে নায়েব সুবেদা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অ'ভিযান চালিয়ে এই আফিম ক্ষেত ধ্বং'স করে।

বিজিবি জানায়, ক্যাইয়াটাকপাড়ার পাশে কাজুবাদামের বাগান আর বিশাল জঙ্গল আছে। এমন পরিবেশে আফিমের চাষ করছিল দু'র্বৃত্ত'রা।

৩৮ বিজিবির জোন কমান্ডার লে. মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, ক্যাইয়াকাপাড়া নামক স্থানের আশপাশে আফিম চাষ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জঙ্গলগুলোতে অভিযান চালানো হয়। সেখানে ১৫ বিঘা জমির ওপর ছয়টি পপি ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করা হয় ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে