বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৯:০৩:৫৩

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

বান্দরবান: প্রাণঘা'তী করোনাভাইরাসের সং'ক্রমণ মো'কাবিলায় সরকারের দেয়া কর্মসূচিতে পার্বত্য জেলা বান্দরবানের দু'র্গম পাহাড়ি এলাকার ক্ষু'দ্র নৃ-গো'ষ্ঠী স'ম্প্রদা'য়ের লোকজনও খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর স'ঙ্ক'টে পড়েছে।

এমন পরিস্থি'তিতে বেসামরিক প্রশাসনের অনুরোধক্র'মে বাংলাদেশ সেনাবাহিনী আজ জেলার রুমা ও থানচি উপজেলার দু'র্গম পাহাড়ি এলাকার ৩৬০টি ম্রো ক্ষু'দ্র নৃ-গো'ষ্ঠী পরিবারের জন্য চাল, ডাল, লবণ ও সাবানসহ বিভিন্ন ত্রা'ণসামগ্রী পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে ৩,৭২০ কেজি ওজনের ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।
পরে ক্ষু'দ্র নৃ-গো'ষ্ঠীর ৩৬০টি পরিবারের মাঝে স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমা'ন্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, মেজর ইফতেখারসহ স্থানীয় হেডম্যান এবং ঐসকল পাড়ার কারবারীগণ উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান বলেন, ‘শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন- এই মূল ম'ন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষ'তা ও পেশাদারিত্বের সাথে স'ন্ত্রা'স দ'মন অভি'যানের পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অ'ব্যাহ'ত থাকবে।’

এ ব্যাপারে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে কোনও দু'র্যোগ মো'কাবি, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকা'ন্ডে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অ'ব্যাহ'ত থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে