শুক্রবার, ০৩ মে, ২০১৯, ১০:৪৬:৪৫

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চরে আটকা পড়েছে শতাধিক মহিষ

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চরে আটকা পড়েছে শতাধিক মহিষ

বেতাগী (বরগুনা): বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চরে আটকা পড়েছে শতাধিক মহিষ। মহিষগুলো সরিয়ে নিতে উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে। 

জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের বিষখালী নদীর মাঝে জেগে ওঠা চরখালী নামে একটি চর রয়েছে। স্থানীয় বাসিন্দারা ঐ চরটি গো-চারন ভূমি হিসেবে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। উপকূলীয় উপজেলা হিসাবে ৭ নম্বর সর্তক সংকেতের মাঝেও প্রতি দিনের ন্যায় শুক্রবার সকালে মহিষগুলোর মালিকরা ঐ চরে পারা করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেলে, এই বিষয় আমার জানা নেই। তবে মহিষগুলো সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে