শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ০২:৩১:৫৮

৬ নম্বর আসামি টিকটক হৃদয়ের জবানবন্দিতে ফেঁসে যায় মিন্নি

৬ নম্বর আসামি টিকটক হৃদয়ের জবানবন্দিতে ফেঁসে যায় মিন্নি

নিউজ ডেস্ক : নৃশংসভাবে কু.পিয়ে রিফাত শরীফকে হ.ত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার হয়েছেন মামলার প্রধান সাক্ষী ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি।

তিনি এ হ.ত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে দাবি করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। মিন্নি যে এ হ.ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আদালতে সেটি জোরালোভাবে দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরও।

মূলত একটি জবানবন্দির কারণে রিফাত হ.ত্যাকাণ্ডে ফেঁসে গেলেন মিন্নি। রিফাত হ.ত্যা মামলার ৬ নম্বর আসামি টিকটক হৃদয়ের জবানবন্দিতে রিফাত হ.ত্যার পরিকল্পনায় মিন্নির জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বুধবার আদালতকে জানান, ঘটনার আগের দিন (২৫ জুন) মিন্নি নয়ন বন্ডদের বাড়িতে গিয়ে এ হ.ত্যার পরিকল্পনায় অংশ নেয়। এ হ.ত্যাকাণ্ডের ৬ নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেয়া জবানবন্দিতে এ হ.ত্যায় মিন্নির সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।

তিনি বলেন, রিফাত শরীফ হ.ত্যার ঘটনায় মূল নায়ক নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে এ হ.ত্যাকাণ্ড ঘটান।

হুমায়ুন কবির বলেন, ফুটেজে মিন্নি রিফাত শরীফকে রক্ষার যে চেষ্টা করে, সেখানে সে নয়নকে জাপটে ধরলেও তাকে (মিন্নি) কোনো আঘাত করেনি। এটি ছিল মিন্নির লোক দেখানো। ঘটনার আগের দিন এবং ঘটনার পূর্ব মুহূর্তে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মুঠোফোনের আলাপ-আলোচনা থেকে এ হ.ত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে