বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৮:২৯:১৮

করোনা মো'কাবিলায় দুই মাসের ভাতা দান করলেন মুক্তিযো'দ্ধা

করোনা মো'কাবিলায় দুই মাসের ভাতা দান করলেন মুক্তিযো'দ্ধা

বরগুনা থেকে : পৃথিবীজুড়ে মহামা'রি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সং'ক্র'মণ থেকে র'ক্ষা পেতে বাংলাদেশে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাধ্যমতো কাজ করছে। করোনা থেকে মুক্তির জন্য সরকারের পাশে দাঁড়িয়েছেন বরগুনার এক মুক্তিযো'দ্ধা। বৃহস্পতিবার মুক্তিযো'দ্ধা মোস্তাফিজুর রহমান তার দুই মাসের ভাতা এ কাজের জন্য দেওয়ার সিদ্ধন্তের কথা জানান।

মুক্তিযো'দ্ধা মোস্তাফিজুর রহমান একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সমাজে যারা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন, যারা এই মহামা'রির সময় কাজে যেতে পারছে না, তাদের জন্যই তিনি দুই মাসের ভাতা প্রদান করার সিদ্ধান্তের কথা জানান। মোস্তাফিজুর রহমান পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরকে বিষয়টি নি'শ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, যদিও আমার এ দান অনেকের কাছে ক্ষুদ্র, তা আমার কাছে অনেক বড়। কারণ আমি এখন বেকার। তারপরেও এ মহামারির সময় যে সকল দিনমজুর কাজে নামতে পারছে না তাদের উদ্দেশ্যেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এটি দান করেছি আল্লাহর ওয়াস্তে, মিডিয়ায় আসার জন্য নয়। সমাজের বিত্তবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুক্তিযু'দ্ধের ইতিহাস সংর'ক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ''আমরা মুক্তিযু'দ্ধকে জানি'' এর প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম খোকন। তিনি বলেন, 'সত্যিকার অর্থে এটি একটি মহৎ উদ্যোগ।' ইউএনও মো. হুমায়ুন কবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ত্রা'ণ তহবিলে দিতে পারেন। তবে যদি তিনি এ এলাকায় গরীবদের মাঝে অর্থ বা খাবার দিতে চান তাহলে আমি তার সাথে থাকবো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে