মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৪:৩৮:১৪

করোনার মাঝেই ডায়রিয়ার প্রকো'প, মানুষের মধ্য নতুন আত'ঙ্ক

করোনার মাঝেই ডায়রিয়ার প্রকো'প, মানুষের মধ্য নতুন আত'ঙ্ক

বরগুনা থেকে : বরগুনার বেতাগী উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকো'প বেড়েছে। একদিকে করোনা, অন্যদিকে ডায়রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্য আত'ঙ্ক সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা হাসপাতাল থেকে শতাধিক ব্যক্তিকে ডায়রিয়ার চিকিৎসা দেয়া হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেন মং জানান, শনিবার থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রা'ন্ত রোগী আসতে থাকে। করোনায় ডিউটি করতে গিয়ে একজন মেডিকেল অফিসারের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় তিনি আইসোলেশনে আছেন। এর মধ্য ডায়রিয়ার স্যালাইন নেই, যদিও সিভিল সার্জন অফিসে স্যালাইন চাওয়া হয়েছে। আজ দুপুর পর্যন্ত হাসপাতাল থেকে শতাধিক ব্যক্তিকে ডায়রিয়ার চিকিৎসা দেয়া হয়েছে।

আজ দুপুর ১টা পর্যন্ত অর্ধ-শতাধিক ডায়রিয়ায় আক্রা'ন্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানান, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ তেন মং। রবিবার রাতে বেতাগী ইউনিয়নের ছোট কেওড়াবুনিয়া গ্রামে মরিয়ম (৫৫) নামের এক নারী ডায়রিয়া আক্রা'ন্ত হয়। সোমবার সকালে অবস্থা গু'রুতর হলে তাকে বেতাগী হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়।

মরিয়মের বৃদ্ব স্বামী আ. আজিজ জানান, করোনার কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় আমার স্ত্রীকে হাসপাতালে নিতে পারিনি। সোমবার সকালে মরিয়ম বেগম মা'রা যায়। বরগুনার সিভিল সার্জন ডা. হুমাউন শাহিন খান বলেন, হঠাৎ করে কেন যে ডায়রিয়ার প্রকো'প বেড়ে গেল বুঝতে পারছি না। তবে আমরা আজ সকালে ৪০০ ব্যাগ ডায়রিয়া স্যালাইন পাঠিয়েছি। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে