শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১২:০২:৪৭

কাতল মাছটি ৩০ কেজির, ডাঙায় তুলতে এক ঘণ্টা লেগেছে

কাতল মাছটি ৩০ কেজির, ডাঙায় তুলতে এক ঘণ্টা লেগেছে

এমটি নিউজ ডেস্ক : বরিশালের ঐতিহাসিক দুর্গাসাগর দীঘিতে মাছ শিকারে বসেছিলেন রাজিব আহমেদ ও তার বন্ধুরা। শৌখিন এই মাছ শিকারিদের বড়শিতে ধরা পড়ল ৩০ কেজি ওজনের বিশালাকৃতির এক কাতল মাছ। 

বিকেলে দুর্গাসাগর দীঘি থেকে এক ঘণ্টার প্রচেষ্টায় মাছটি ডাঙায় উঠানোর পর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ ছাড়া ২০ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছও শিকার করেন তারা।

বরিশালের নবগ্রাম রোড এলাকার বাসিন্দা ও মাছশিকারি রাজিব আহম্মেদ বলেন, আমরা কয়েক বন্ধু মিলে পাঁচ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে ৪৪ নম্বর সিটে বড়শি ফেলি। 

সকাল থেকে তেমন কোনো মাছ শিকার না হলেও বিকেল ৪টার দিকে টোপ ফেলতেই উঠে আসে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি নিস্তেজ করে ডাঙায় তুলতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এ ছাড়া ২০ কেজি ওজনের পাঙ্গাশ মাছও ধরা পড়েছে।

তিনি আরো বলেন, বিকেলের সময়টি মাছশিকারের জন্য উপযুক্ত। কারণ শুধু আমরাই না আশপাশের সিটের অন্য শিকারিরাও একই সময়ে ১২ কেজি ওজনের কাতল, ১০ কেজি ওজনের বিগহেডসহ বেশ কিছু বড় আকৃতির মাছ ধরতে পেরেছেন।

তিনি বলেন, আমিসহ রাজু, আজিজ, বাপ্পি চৌধুরী ও শিপলু মিলে দু’দিনের টিকিট সংগ্রহ করেছি। দুর্গাসাগর দীঘির নিরাপত্তাকর্মী তপন লাল লস্কর বলেন, বড় মাছটি কেনার জন্য অনেকেই এসেছিলেন। কিন্তু যারা শিকার করেছেন তারা বিক্রি করেননি। তারা জানিয়েছেন, বন্ধুরা ভাগ করে মাছটি পরিবারসহ খাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে