সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১১:০৭:৪৪

ভোটছাড়া এমপিদের পকেটে অস্ত্র থাকে : হাফিজ উদ্দিন

   ভোটছাড়া এমপিদের পকেটে অস্ত্র থাকে : হাফিজ উদ্দিন

ভোলা প্রতিনিধি : ভোট ছাড়া নির্বাচিত এমপিদের পকেটে অস্ত্র ও মদের বোতল থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার ভোলা জেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা বলেন, সরকার এতদিন দেশের মানুষ হত্যা করেছে, এখন বিদেশিদের হত্যা করে বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে। দেশে আইনশৃঙ্খলা ঘোরতর অবনতি হয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, তারা মদ খেয়ে, নাশতা করে এবং অস্ত্র নিয়ে বের হয়ে যাকে সামনে পায় তাকেই গুলি করে হত্যা করে। পেটের শিশুরাও বাদ পড়ছে না। আজ কারো জীবনের নিরাপত্তা নেই। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচার করছে সরকার। কোনো কিছু হলেই বলে, এটা জঙ্গিরা করেছে। খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক। বিদেশিদের হত্যার পর সরকার বলছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে কেন এতদিন মিথ্যাচার করা হলো? বিএনপির মতো জনপ্রিয় দলকে জঙ্গি আখ্যা দিলেন কেন? তিনি বলেন, আগামী বছর পৌর নির্বাচন হবে। খালেদা জিয়া দেশে ফিরেই ২০ দলের জরুরি বৈঠক করবেন। তখন সিদ্ধান্ত হবে, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে যাবে কি না। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তবে বিএনপি কোনো অন্যায়কে বিনাচ্যালেঞ্জে মেনে নেবে না। আন্দোলনের মাধ্যমে ভোট ছাড়া সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। তিনি বলেন, ছাত্রলীগের ক্যাডার তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবৈধ অস্ত্র দিয়ে অস্ত্রবিদ্যা শিখাচ্ছে। এমন হয়েছে যে, ছাত্র-শিক্ষক এক কাতারে অবৈধ অস্ত্রধারী। সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এমন নিষ্ঠুর সরকার, জেলখানায় কাউকে চিকিৎসা পর্যন্ত দেয়া হয় না। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে