রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৩:০৪

প্রচারে গিয়ে ভোটারদের বাড়িতেই দুপুর ও রাতের খাবার খাচ্ছেন প্রার্থী

 প্রচারে গিয়ে ভোটারদের বাড়িতেই দুপুর ও রাতের খাবার খাচ্ছেন প্রার্থী

নিউজ ডেস্ক: নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের বাড়িতেই দুপুর ও রাতের খাবার খাচ্ছেন প্রার্থী। এই চিত্রটি গরিব ভোটারদের বাড়িতেই দেখা যাচ্ছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকার হিন্দু সম্প্রদায়ের এক বিধবা বৃদ্ধাকে মা ডেকে সেখানেই রাতের খাবার খেয়ে ব্যতিক্রম আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম।

‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় মাঠে রয়েছেন হিরো আলম। প্রচারণায় গিয়ে ভোটারদের বাড়িতেই দুই বেলার খাবার পাচ্ছেন তিনি।

গরিবের প্রার্থী হিসেবেও রিতিমত নাম উঠেছে ভোটারদের মুখে মুখে। হিরো আলম নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের ‘চা’ পর্যন্ত খাওয়াচ্ছেন না। তবে ভোটাররাই নিজেদের খরচে হিরো আলমের প্রচারণা করছেন এবং তাকেই চা খাওয়াচ্ছেন।

সিংহ প্রতীকের এই স্বতন্ত্র সাংসদ প্রার্থী যেখানেই প্রচারণায় যাচ্ছেন, সেখানে একই কথা বলছেন ‘আমি গরিব ঘরের ছেলে, টাকা দিয়ে ভোট করতে আসিনি। আমি গরিব, গরিবরাই আমার সাথে প্রচারণায় রয়েছে। কেউ টাকার জন্য প্রচারণা করছে না, ভালবাসা থেকেই সহযোগিতা করছে সবাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে