বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:০৮:৪৯

একযোগে ৩০ ডিসেম্বরের লড়াইয়ে লড়তে হবে : মান্না

একযোগে ৩০ ডিসেম্বরের লড়াইয়ে লড়তে হবে : মান্না

নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, এতদিন মার খেয়েছেন, এখন এক দিন লড়াই করুন। পুলিশ ভয় দেখিয়েছে এক মাস আর জবাব দেওয়া হবে এক দিনে। এ জন্য একযোগে ৩০ ডিসেম্বরের লড়াইয়ে লড়তে হবে। সরকার নির্বাচন বানচালের সব ধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজের ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ ভোট চুরি করতে না পারে। যত গ্রেফতার করা হচ্ছে মানুষ ততই বাড়ছে। তাই কোনো লাভ হবে না। আমরা শেষ খেলা খেলব, দেখি সরকারের কত জোর আছে।

গতকাল বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল মাঠে বগুড়া সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন।

ওই সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিলা দলনেত্রী নাজমা আক্তারের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, শহর সভাপতি  মাহবুবুর রহমান বকুল ও অন্যরা।-বিডি প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে