রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:৪৭:৫৩

বগুড়া সদরে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে নৌকার জামানত বাজেয়াপ্ত

বগুড়া সদরে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে নৌকার জামানত বাজেয়াপ্ত

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) আতিকুর রহমান আতিক বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কা ও বিদ্রোহী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন এ তথ্য দিয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী শফিকুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) রবিউল ইসলাম লিটন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র আবদুল আলীম (মোটরসাইকেল)। মোট ভোটার ২১ হাজার ৪২০ জন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক আট হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম পেয়েছেন ছয় হাজার ৭০২ ভোট। নৌকা প্রার্থী শফিকুল ইসলাম এক হাজার ৫২৪ ভোট পেয়ে তৃতীয় এবং বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটন এক হাজার ২৭৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ১৭ হাজার ৬৬৬টি। বাতিল হয়েছে ৫৪ ভোট। এক-অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় নৌকা মার্কার শফিকুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম লিটনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন জানান, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে