বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৮:১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জে ৪ পৌর এলাকায় নির্বাচনী হাওয়া

চাঁপাইনবাবগঞ্জে ৪ পৌর এলাকায় নির্বাচনী হাওয়া

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ৩০ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে নিজেদের প্রার্থীতা আর পরিচয় জানান দিচ্ছে ডিজিটাল ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড। নামেই মাত্র শুভেচ্ছা। কিন্তু এসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডের মূল উদ্দেশ্যটাই হলো নির্বাচনী প্রচার কিংবা দলীয় পরিচয় তুলে ধরা আর প্রার্থীতার সপক্ষে সমর্থন পাওয়ার আশা। উদ্দেশ্য যাই হোক, লক্ষ্যে পৌঁছানোর জন্যে চলছে প্রতিযোগিতা। এ যেন এক ধরনের লড়াই। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলার রহনপুর ও নাচোল উপজেলার নাচোল এই চারটি পৌরসভার প্রতিটি গ্রামে, হাটে-বাজারে, চায়ের দোকানে ঝুলানো হয়েছে শত শত ডিজিটাল কিংবা সাধারন ব্যানার-ফেস্টুন,বিলবোর্ড আর পোস্টার। পৌরসভা নির্বাচন’১৫কে সামনে রেখে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার,দেয়াল লিখন বা যে কোন ধরনের প্রচারনা বৃহষ্পতিবার রাত ১২ টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ব-উদ্যাগে মুছে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের পরে কোন প্রার্থীর এ ধরণের প্রাচরণা বা শুভেচ্ছামূলক কোন বস্তু দৃষ্টিগোচর হলে তা পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালার পরিপন্থী এবং তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। তিনি আরো জানান, উক্ত বিধিমালার ৩১ বিধি অনুসারে কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পানে। এছাড়া কোন রাজনৈতিক দল অথবা কোন প্রার্থীর পক্ষে কোন সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে উক্ত বিধিমালার কোন বিধান লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবে। এ ছাড়া বিধি ৩২ অনুসারে এ ধরণের অপরাধের জন্য নির্বাচন কমিশন কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারেন। অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ও অন্য তিন পৌর এলাকায় সরেজমিনে তেমন কোন প্রচারনামূলক বস্তু চোখে পড়েনি। খোঁজ নিয়ে জানা গেছে আগ্রহী প্রার্থীরা ইতমধ্যে এগুলি সরিয়ে ফেলেছেন। পৌরসভাগুলির রির্টার্নিং অফিসারেরা প্রার্থিতা সংক্রান্ত সময়সূচী জানিয়ে জারি করেছেন গণবিজ্ঞপ্তি। পৌর এলাকাগুলিতে বইছে নির্বচনী হাওয়া। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার প্রার্থীতা ফরম বিক্রির প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্য মেয়র পদে ১, ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৩ ও ৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রথম দিনেই জামায়াত নেতা নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মনোনয়ন পত্র ক্রয় করেছেন। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে