সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৫০

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নারী নির্যাতন প্রতিরোধে ‘পরিবার ও সমাজ হোক নারী এবং শিশু নির্যাতনের প্রতিরোধের দূর্গ’ শ্লোগানে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে শহরের সোনারমোড়ে সোনামসজিদ মহাসড়কের পার্শ্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা আদর্শ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’১৫ উপলক্ষে এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী ওবাইদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন, সহসভাপতি ইসরাফিল হক, সদস্য তরিকুল ইসলাম টুকু, এনজিও প্রতিনিধি কামাল উদ্দিন , রেজাউল করিম, তৌহিদা খাতুন, দুরুল ইসলাম, গোলাম মাওলা, বজলুর রহমান, লতিফা খাতুন, আব্দুল বাশিরসহ অন্যরা। মানববন্ধনে সমাজে সকল ধরনের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। ০৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে