মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৬:০৪:৩৪

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চলে সেনা চিকিৎসা ক্যাম্পে রোগীর ঢল

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রাঞ্চলে সেনা চিকিৎসা ক্যাম্পে রোগীর ঢল

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চলমান চাঁপাইনবাবগঞ্জের সেনা চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রার্থীদের ঢল নেমেছে। চাঁপাইনবাবগঞ্জের গহীণ বরেন্দ্র অঞ্চল হোসেনডাইং এ ১০ হাজার দু:স্থ রোগীকে বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা এবং ও সাড়ে ৭’শ শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করছে বাংলাদেশ সেনাবহিনীর একটি দল। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যগে শনিবার ২ জানুয়ারী শুরু হওয়া এই সেবা কার্যক্রম বুধবার পর্যন্ত চলবে। তীব্র শীতে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী অধ্যুষিৎ পিছিয়ে পড়া দূর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল। ফ্রি চিকিৎসা ক্যাম্পের সার্বিক দায়িত্বে থাকা ডাক্তার লে.কর্নেল আনোয়ারুল হক জানান, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহ হিল বাকির নির্দেশনায় বরেন্দ্র এলাকার পিছিয়ে পড়া চিকিৎসা বঞ্চিত দরিদ্র মানুষের কল্যাণে এখানে অপারেশন থিয়েটার সহ পূর্নাঙ্গ ৫০ শয্যার একটি হাসপাতালের সবধরনের সুযোগ-সুবিধা নিয়ে এই স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে বহির্বিভাগ চিকিৎসার পাশাপাশি অপারেশন যোগ্য বিভিন্ন রোগের রোগীদের অপারেশন করা হচ্ছে এবং প্রয়োজনীয় ঔষধ ও অনান্য সামগ্রী দেয়া হচ্ছে। তিনি আরো জানান, এই এলাকায় আরো চিকিৎসা সেবার প্রয়োজন রয়েছে। তবে রুটিন কার্যক্রমের আওতায় থাকায় এই সেবা বৃদ্ধির প্রয়োজনীয়তা থাকলেও তা আপাতত: সম্ভব হচ্ছেনা। ০৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে