শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৫:৩৭:২৩

ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষে পিতা নিহত, দু’পুত্র আহত

ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষে পিতা নিহত, দু’পুত্র আহত

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা নিহত ও দুই ছেলে আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার নেজামপুর ইউনিয়নের সরলা গ্রামের মৃত খোসবুর আলীর ছেলে তোজাম্মেল হক কিনু (৫০) ও আহতরা হলেন তার দুই ছেলে বাসির (২৭) ও নাসির (২৫)।

এ ঘটনায় দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও  নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সরলা গ্রামের দুলাল আলীর ছেলে ফারুক আলীর ছাগল একই গ্রামের মৃত খোসবুর আলীর ছেলে কৃষক তোজাম্মেল হক কিনুর জমির ধান খেলে তোজাম্মেল ও তার দু’ছেলে ছাগল ধরে খোয়াড়ে (গৃহপালিত পশু বন্দি রাখার ঘর) নেয়ার চেষ্টা করে। এসময় ফারুক তার লোকজন নিয়ে তোজাম্মেল ও তার ছেলেদের পথরোধ করে তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এসময় তোজাম্মেল হক ও তার ছেলে বাসির, নাসির গুরুত্বর আহত হয়। পরে প্রতিবেশীরা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে তোজাম্মেল হক কিনু মারা যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ফাসিরউদ্দিন শুক্রবার বিকেল ৪টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুকের স্ত্রী মানুয়ারা বেগম ও তার প্রতিবেশী সমীরের স্ত্রী হাজেরা বেগমকে আটক করেছে পুলিশ।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে